কিছু অসাধারণ ও মজার তথ্য

১. প্রাচীনকালে চীনারা আত্মহত্যা করার জন্য ৫০০ গ্রাম লবণ খেত।

২. আমেরিকার নিউইয়র্কে কোনো উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে পড়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড।
(অর্থাৎ, কেউ লাফিয়ে পড়ে যদি বেঁচে যায় তবে তাকে সুস্থ করে বাঁচিয়ে তুলে এরপর আবার মেরে ফেলা হবে।)

৩. সমুদ্রের ৪০০ মিটার নিচে সূর্যের আলো পৌঁছায় না।

৪. আফ্রিকার কালো ষাঁড় পানি পান করে না।

৫. সূর্য প্রতি মিনিটে ২৪ কোটি মেট্রিক টন হাইড্রোজেন কণাকে পুড়িয়ে ভস্ম করে।

৬. খাওয়ার পর একটি ব্যাঙ হজম করতে সাপের প্রায় ৫০ ঘন্টা লাগে।

৭. মানুষ তার জীবনের প্রায় ৬ বছর স্বপ্ন দেখে কাটায়।

৮. পৃথিবী থেকে মৌমাছি বিলুপ্ত হয়ে গেলে, ৪ বছরের মধ্যে মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে। (কনফিউজড)

৯. মহিলারা প্রতিদিন গড়ে ৭০০০ শব্দ বলে। অপরদিকে পরুষদের ক্ষেত্রে এই সংখ্যা ২০০০ এর কিছু বেশি। (বেশি কথা না বললে হয়না ? হা হা হা)

১০. দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্ত কণিকার পরিমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ মাস বাঁচে।

১১. দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।

১২. অস্ট্রেলিয়াতে এক ধরনের কেঁচো পাওয়া যায় যা লম্বায় ১০ ফুট পর্যন্ত হতে পারে।

১৩. আপনার শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে ৯০০০ পেন্সিল বানানো যাবে।

১৪. একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে।

১৫. একজন মানুষ সারা জীবনে ৪০ হাজার লিটার মূত্র ত্যাগ করে।

১৬. একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।

১৭. আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।

১৮. বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ ভূটান।

১৯. একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫ ফিট উপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা ব্যাথা পায় না বা আহত হয় না।

২০. জাপানের মোট স্থলভাগের ৭০% এর বেশি হল পাহাড়। এর মধ্যে আছে ২০০ এর বেশি আগ্নেয়গিরি।

Comments