মোল্লা নাসরুদ্দিন হোজ্জার গল্প
মোল্লা একদিন হাটে গেল। গ্রামের বহু মানুষ ওই হাটে এসেছিল বাজারঘাট করতে। হাটে গাধাও কেনাবেচা হত। তো এক লোক গাধার পিঠে ফলের বোঝা নিয়ে উপযুক্ত জায়গা খুঁজছিল আর মোল্লার পিছে পিছে আসছিল। কিছুটা ক্ষুব্ধ মনে সে মোল্লাকে বললো: জানেন! এই হাটে গাধা আর গেঁয়ো লোক ছাড়া কিচ্ছু মিলে না।
মোল্লা লোকটির দিকে দৃষ্টি মেলে ধরে বললো: তাই বুঝি! তো.. আপনি কি গেঁয়ো নাকি?
লোকটি বললো:না..হ!
মোল্লা: আচ্ছা..! তাহলে আপনি যে কী,সেটা তো আপনার কথা থেকেই বোঝা গেল..।
Comments
Post a Comment