শয়তানের পরিচয় এবং বংশধর
এই পৃথিবীতে প্রতিনিয়ত যতপ্রকার পাপ কাজ সম্পাদিত হচ্ছে,তার পেছনে একমাত্র প্রবঞ্চনা দানকারী হছে ইবলিস শয়তান।শয়তান বলতে যে শুধুমাত্র ইবলিসকে বুঝায় তা কিন্তু না ।শয়তান বলতে বুঝায় যারা কিনা তার বংশধর ও সমগোত্রীয়।সাথে সাথে শয়তান বলতে তার সমস্ত অনুসারীদেরকেও বুঝায়।এরা সবাই মিলে তাদের অভিশপ্ত কার্যকলাপের দ্বারা প্রতিদিন অনেক নেক বান্দাহ,মুত্তাকীন ও আল্লাহর ওলীদেরকে ধোকা ও সত্য পথ হতে বিচ্যুতি করার চরম চেষ্টায় লিপ্ত রয়েছে।এরই ধারাবাহিকতায় আজ মোটা তাজা শয়তান সম্পর্কে একটা সত্য কাহিনি ও ৯ জন শয়তানের নাম ও তাদের কাজ সম্পর্কে আপনাদের অবগত করব।(ইনশাল্লাহ)মোটা তাজা শয়তানএকবার দুই শয়তানের মধ্যে সাক্ষাত হল।এক শয়তান খুব মোটা তাজা ছিল।অপরদিকে অন্যজন হালকা পাতলা ছিল।মোটা শয়তান পাতলা শয়তানকে বলল,ভাই শেষ পর্যন্ত তুমি এত দূর্বল হলে কেন?সে বলল-আমি এমন একজন নেক বান্দাহর সাথে আছি,যে ঘরে প্রবেশ করার সময় ও পানাহারের সময় “বিসমিল্লাহ” শরীফ পাঠ করে নেয় আমাকে তাঁর নিকট হতে দূরে পালাতে হয়।দোস্ত ! তোমার কথা বল-তুমি তো খুব স্বাস্থ্য বানিয়েছ।এতে কি রহস্য রয়েছে?মোটা শয়তান বলল,আমি এক এমন অলস ব্যক্তির উপর চড়ে বসেছি যে ঘরে “বিসমিল্লাহ” পড়া ব্যতিত প্রবেশ করে ও পানাহারের সময়ও “বিসমিল্লাহ” পড়ে না।অতএব আমি তার ঐ সকল কাজের মধ্যে অংশীদার হয়ে যাই।আর তার উপর জানোয়ারের ন্যায় সাওয়ার(অবস্থান) হতে থাকি।আমার স্বাস্থ্যবান হওয়ার এটাই রহস্য।(সুত্রঃআসরারুল ফাতিহাহ্-১৫৫)
প্রশ্নঃ- শয়তান কয় প্রকার ও কি কি এবং তাদের কাজ কি? এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই?
উত্তরঃ- হযরত উমর(রদিঃ) বলেন, শয়তানের বংশধর নয়টি শ্রেণীতে বিভক্ত।
যথাঃ-
(১) যালীতুনঃ এদের কাজ হাট-বাজারে অবস্থান করা এবং শয়তানের ঝাণ্ডা উঁচু করে মানুষদেরকে বিভ্রান্ত করা।
(২) ওয়াসীনঃ এরা মানুষকে বালা-মুসিবতে লিপ্ত করতে সর্বদা চেষ্টা করে।
(৩) আওয়ানঃ এরা সবসময় রাজা-বাদসাহ ও শাসকবর্গের সাথে থেকে তাঁদের পথভ্রষ্ট করার প্রয়াসে লিপ্ত থাকে।
(৪) হাফ্ফাফঃ এরা মানুষকে নেশাজাতীয় দ্রব্য গ্রহণে প্রলুব্ধ করে।
(৫) লাকুসঃ এরা মানুষকে অগ্নি ও মূর্তিপূজায় লিপ্ত করে।
(৬) মুররাঃ এরা মানুষকে বাদ্যযন্ত্র ও গান-বাজনার মাধ্যমে বিভ্রান্ত করে।
(৭) মুসাওয়াতঃ এরা মিথ্যা সংবাদ প্রচার করে মানুষের মধ্যে গোলযোগ সৃষ্টি করে বিভ্রান্ত করে।
(৮) দাসিমঃ এরা সবসময় মানুষের ঘর-বাড়ীতে অবস্থান করে। কোনো মানুষ যখন সালাম ও বিসমিল্লাহ ব্যতীত ঘরে প্রবেশ করে তখন এরা পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া-বিবাদ সৃষ্টি করে দেয়। এমনকি মারামারি, তালাক ইত্যাদির ন্যায় অঘটন ঘটিয়ে থাকে।
(৯) ওলহানঃ এরা মানুষের বিভিন্ন ভালো কাজ নষ্ট করতে তৎপর থাকে। যেমন, নামায, রোযা, অযু, ইত্যাদি অন্যান্য নেক আমল যুক্ত ইবাদাত।
প্রশ্নঃ- শয়তান কয় প্রকার ও কি কি এবং তাদের কাজ কি? এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই?
উত্তরঃ- হযরত উমর(রদিঃ) বলেন, শয়তানের বংশধর নয়টি শ্রেণীতে বিভক্ত।
যথাঃ-
(১) যালীতুনঃ এদের কাজ হাট-বাজারে অবস্থান করা এবং শয়তানের ঝাণ্ডা উঁচু করে মানুষদেরকে বিভ্রান্ত করা।
(২) ওয়াসীনঃ এরা মানুষকে বালা-মুসিবতে লিপ্ত করতে সর্বদা চেষ্টা করে।
(৩) আওয়ানঃ এরা সবসময় রাজা-বাদসাহ ও শাসকবর্গের সাথে থেকে তাঁদের পথভ্রষ্ট করার প্রয়াসে লিপ্ত থাকে।
(৪) হাফ্ফাফঃ এরা মানুষকে নেশাজাতীয় দ্রব্য গ্রহণে প্রলুব্ধ করে।
(৫) লাকুসঃ এরা মানুষকে অগ্নি ও মূর্তিপূজায় লিপ্ত করে।
(৬) মুররাঃ এরা মানুষকে বাদ্যযন্ত্র ও গান-বাজনার মাধ্যমে বিভ্রান্ত করে।
(৭) মুসাওয়াতঃ এরা মিথ্যা সংবাদ প্রচার করে মানুষের মধ্যে গোলযোগ সৃষ্টি করে বিভ্রান্ত করে।
(৮) দাসিমঃ এরা সবসময় মানুষের ঘর-বাড়ীতে অবস্থান করে। কোনো মানুষ যখন সালাম ও বিসমিল্লাহ ব্যতীত ঘরে প্রবেশ করে তখন এরা পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া-বিবাদ সৃষ্টি করে দেয়। এমনকি মারামারি, তালাক ইত্যাদির ন্যায় অঘটন ঘটিয়ে থাকে।
(৯) ওলহানঃ এরা মানুষের বিভিন্ন ভালো কাজ নষ্ট করতে তৎপর থাকে। যেমন, নামায, রোযা, অযু, ইত্যাদি অন্যান্য নেক আমল যুক্ত ইবাদাত।
Comments
Post a Comment